বসন্ত নয়, আমার দরজায় কড়া নেড়েছিলো অবহেলা,
একলা; এবেলা ওবেলা করে আমাকে ঠাঁই দিয়েছে কালবেলা।
আসবোনা বলে, চলে গেছি বৃষ্টির থেকে বহু-বহুদুর পোড়া রোদে পা-খানা,
তবু তলে তলে, ঘাসেদের দলে এসেছিলো একটা নদী, কচুরিপানা;
সমুদ্রের প্রেমীজলে মিলে যেতে কি এক বিদগ্ধ যুদ্ধ! আনমনা।
নিরবে বিদায়ের বিষণ্ণ রুমাল নিয়ে ঢেকে দেই ডাহুকের নীড়,
আর ডাহুক ঠুকরে ঠুকরে জুড়ে দেয় আমার বুকের চিড়।
ও জানেনা, মৃত্যুর নোনাস্বাদ আমার বুকে ঝরিয়েছে হৃদয়ের  ঘাম,
একদিন- কতদিন- হয়তো প্রতিদিন চোখের জলে আমিও বিড়ম্বিত ছিলাম।
সেই সব অনুভব, মুছে নিতে করে যাই নিরামিষ- অসোহাগী নিলাম।
নিলামের ডাক শুনে- ফাঁক বুঝে কিনে নেয় আমাকে বেদনার মেঘ,
নিয়াসীন হাসি আর ভালোবাসাবাসি ভুলে যাই, জ্বর গায়ে যাতনার বেগ।
জ্বরঘোরে বকে যাই, ঠকাবোকা- শোক ও প্রেমের অবিনাশী প্রলাপ,
দিনশেষে, ঋণ বেড়ে শুষে যায় সুখ। নিংড়ানো ত্বকে থাকে শুধু বসন্তবিলাপ।
(12th Jan, 25)