যত বেধেছি বিমূর্ততা তত বেঁধেছো তুমি,
ভুল করে ফুল ফুটিয়ে করেছো সুরভিত মরুভূমি।
সুবাসে শ্রান্ত ভ্রান্ত আঙ্গুল ধরতে চেয়েছি যেই,
কই ফুল? কই ভুল-আকুল- তোমার কৃষ্ণচুল!
শুধু বালি আর ধূ-ধূ প্রান্তরে একলা দাঁড়ায়ে আমি।
তোমাকে না পেয়ে আকাশ হয় নি বন্ধ,
আমাকে ভিজিয়ে থামেনি মেঘেদের চিরদ্বন্দ্ব।
এখনো মোছেনি শীতের সন্ধ্যেয় তোমার চুলের গন্ধ,
স্রেফ ভালোবেসে ব্যাথাতুর চোখ হয়েছে অন্ধ-
পাহাড় জমা-এ বুকেতে তোমার আমার জীবনের প্রতিবন্ধ।
যত গিয়েছি দূরে তারচেয়ে ভেবেছি তোমায় অনন্য,
আমার আঙ্গুল, ছাইচাপা ভুল - তোমার চোখেতে বন্য।
স্রেফ ভালোবেসে - মিথ্যে আবেশে স্বপ্নে থেকেছি ধন্য,
আমার হতাশে - তোমার আকাশে আমি অগোচর, নগন্য।
তবু জেনে রাখো- আমার ভাষা পায়নিকো আজও অন্য,
আমার স্বর, দু:খ- এখনও আমার জ্বর আসে, শুধু তোমার জন্য।
ধরনীর বুকে -প্রেমের অসুখে বকুল শুকিয়ে হয়েছে চুর্ণ,
জিতে গেলে তুমি আর প্রেমের অঙ্কে আমার মিললো শূন্য।