ভালবাসা ভাল বড়
কে বলে কে বলে গো?
বড় দুখ নিয়ে অভিমানে
সে বুঝি নীরবে একা চলে গো।
কে বলে কে বলে গো?
প্রতিদান না দিলে যদি
ভালবাসা মরে যায়
তারে ভালবাসা কেন বল
কেনা-বেঁচার মহড়ায়!
তুমি দিলে আমি দিব
এই যদি প্রেম হয়-
মানবের হিতে প্রেম কভু
আসিবার নয়।
যা দিলাম দাবি ছেড়ে
আর কারো উপকারে
তা দেখো তোমার ভালবাসায়
যদি চলে গো।।
হারায় ডানার ছায়া
উড়ালের পাখি
বিলায় গায়ের গন্ধ
কুসুম থাকি থাকি!
চাঁদ -তারা আলো জ্বেলে
রাতের গায়ে এলে
সাজে রাত
সাজে ধরা
দেখে মন অধরা
নিমেষেই অজানা সুখ-বিরহে
গলো গো।।
উত্তরা, ঢাকা
০২/০৯/২০১৫ খ্রিস্টাব্দ।