রাতের গায়ে চাঁদের আলো
হাসনাহেনার গন্ধ...
তুমি থাকলে পাশে বলতাম হেসে
আহা কী আনন্দ!
তুমি নাই
তবু পা বাড়াই
বাহির বাড়ির পথে
যদি ডাকো কাঁধে হাত রাখো
সহনা পিছন থেকে।
মন তখন
ভাসবে বাতাসে উড়বে আকাশে
ভুলে গিয়ে যত পাওয়া-না পাওয়া আর
দুঃখ-সুখের দ্বন্দ্ব।
রাতের গায়ে চাঁদের আলো
হাসনাহেনার গন্ধ...
এমন রাত এসেছে কত
হেসেছে কত ফুল
তুমি আর আমি
করে মিছে দামাদামি
অমূল্য ধন হেলায় ফেলেছি
কুড়িয়ে শেষে ধুলোই পেয়েছি
খুলতে গেছি সুমুখ দুয়ার
যখন ও’পার হতে বন্ধ।
রাতের গায়ে চাঁদের আলো
হাসনাহেনার গন্ধ...
উত্তরা, ঢাকা
০৮/০১/২০১৬ খ্রিস্টাব্দ।