তোর শিকায় তোলা ভালবাসা
চাই না আমি চাই না রে।
তোর মন ভুলানো মিছা কথায়
যাই না আমি যাই না রে।
চাই না আমি চাই না রে।
তারে ভালবাসা কয়
যেথা ফুলের মত নিষ্পাপ দুটি
দেহ আত্মা এক হয়।
তোর চোখেতে কাম
মনেতে কাম
বুঝিসনে তুই প্রেমের দাম
দেহ পেতে নয়
মন পেতে ভবে
প্রেমিক প্রেমে পড়ে রে।।
মনের চেয়ে মান বড়
কামের চেয়ে লাজ
যার নাই মনে পূর্বের কথা
সে কি বুঝবে আজ!
প্রেমমধুর লগন
সুখের মিলন
যে করতে চায় বস্ত্রহরণ
তার লাগি নয় প্রেমের ঘরে রে।।
উত্তরা, ঢাকা
১৭/০২/২০১৬ খ্রিস্টাব্দ।