স্বপ্নঘুমে বিভোর আমি
দুঃস্বপ্ন মেলে পাখা,
ইচ্ছে ছুটে ইচ্ছের পিছে
য়ায় না বেঁধে রাখা।
দুঃস্বপ্ন মেলে পাখা।
দীঘল রাত
দূরে প্রভাত
শুন্য হাতে একা-
পাওয়ার নেশা
আাঁধারের পরে
অনিশ্চয়তায় কেঁদে মরে
শুধুই চেয়ে থাকা।।
সুর আছে গলে গান নেই
ঢোল আছে বড়
তাল নেই
ভোরের আলোয়
মিছে ছুটাছুটি
বৃথাই তারে ডাকা।।
উত্তরা, ঢাকা
১৯/০২/২০১৬ খ্রিস্টাব্দ।