সখি জুঁই ফুটেছে
দিবি কি খোঁপায়?
লাাগবে তোরে বেশ!
মনের সুখে তোরে লয়ে আমি হইব নিরুদ্দেশ...
আছে গাঁথা ফুলে মালা
জুড়িয়ে দে মনের জ্বালা,
দুঃখ ভুলে সুখের কোলে
আজি আমি হাতরাই।
দিবি কি খোঁপায়?
সখি, দিবি কি খোঁপায়?
তোর পাগল আছে অনেক জানি
আমার মত নাই-
জানিস তা তুই পরম সত্য
আমিও জানি তাই!
তবে কেন এ বাহানা?
সখি, মন মানে না আর মানা
মনের ঘরে তোহার মূর্তি
তবু নাই মনে মোর এতটুকু স্ফুর্তি
সুখের লাগিয়া এ হৃদয় মন
তোরে পরশে লভিতে চায়॥
গান গায় পাখি হারায় হিয়া
যেন সে কয় পিয়া পিয়া-
হৃদয় ব্যাকুল...
তবু লাগে ভাল-
জানিনে আমার কি যে হল!
পাখির গানে, ফুলের সুবাসে
তোর কথা যেন ভেসে আসে
আজি এই নিরালায়॥
উত্তরা, ঢাকা
২০/০৩/২০১৬ খ্রিস্টাব্দ।