আমি...আমি কি কারো নই?
কথা... যতো কথা কই-
সব ভুল হয়ে
বিঁধে গায়!
দু’চোখে বহে
কান্নার স্রোত অথৈ।
আমি...আমি কি কারো নই?
অই নূপুর বেজে চলে অভিরাম
অভিরাম তোমার পায়-
আঁচল... ও’আঁচল উড়ে
বাতাসের ইশারায়...
তবু নত মুখ সামনে আমার
তোমার দু’চোখ চায় না দেখতে আমায়
আমি চাই...কি চাই?
শুধু তুমি নও-
জানতে চায় না কেহই!!
স্বপ্ন...কতো স্বপ্ন হাসে
চোখের সীমানায়
চেয়ে থাকি...পিছু ডাকি
ধরতে গেলে নাই,
গল্প...এতো অল্প বলে
শেষ হবে না
আছে কি কেহ শুনবে বড়
আমি যত শূন্যই হই।।
উত্তরা, ঢাকা
২১/০৩/২০১৬ খ্রিস্টাব্দ।