আমি তোমায় নিয়ে আর ভাবি না
ভাবনা আমার হল শেষ।
তুমি জান আমি বেখেয়ালী
আমি মানি তুমি চতুর বেশ।
ভাবনা আমার হল শেষ।
ফুল নিয়ে আমি যখন খেলি
তুমি নিয়ে খেল কাঁটা
যেথায় আমি মেহদেী বাঁটি
সেথা তুমি খোঁজ মরিচ বাঁটা।
দু’য়ের মাঝে বড়ই তফাৎ
ভালবাসা তাই লাগে বিষাদ
আবেগ নিরুদ্দেশ।।
তুমি লাল ফিতে চুল বেঁধে
লাল চুড়ি হাতে সেঁধে
আন বাড়ি গেলে
প্রেম বিলাবারে
ভুলেও এলে না আমার দ্বারে
আমি চোখের বালি
দুঃখেই জ্বলি-
সামনে আমার আর হয়ো না পেশ।।
উত্তরা, ঢাকা
০৮/০৪/২০১৬ খ্রিস্টাব্দ।