আমি মানুষের মত মানুষ দেখেছি
অমানুষের ভিড়ে থেকে।
যারা পূর্ণ করে চলেছে পরের জীবন
নিজেকে শূন্য রেখে।
অমানুষের ভিড়ে থেকে।
নিজের মুখের হাসি দিল সে
দিল নিজ পাঁজরের বসন
জল সিঞ্চিল অবিরাম সে
নিজে সয়ে অগ্নিদহন!
হায় নিয়তি
তথাপি ক্ষতি
অনিষ্টে তার করে-
পরের মুখের হাসি ফুটাতে
নিত্য যে জন মরে।
ভোগে যদি সুখ ত্যাগের বাণী
লাভ আছে কি শুনিয়ে তা’কে?
অমানুষের ভিড়ে থেকে।
নাই বিচার-ইনসাফ
ধরণীতে বাঁচাই অভিশাপ!
পাপীর জন্য মন কেঁদে উঠে
স্লোগানে মাতে জনতা-
পাপের রাজ্য
পাপীর দরবার
পুষ্পমাল্য গলে লয় নিয়ত
মন্দ কাজের হোতা!
বাঁচতে হলে লড়তে হবে
প্রতিপদে তোমায় মরতে হবে
ইতর-নীচ ভাবধারী কুলীন
শত শকুন-হায়েনার ছায়া মেখে।
অমানুষের ভিড়ে থেকে।
উত্তরা, ঢাকা
১৩/০৪/২০১৬ খ্রিস্টাব্দ।