চল বাংলায় কথা বলি রে ভাই
বাংলায় কথা বলি।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা মুখের বুলি।
চল বাংলায় কথা বলি।
তুমি আপাদমস্তক বাঙালি হয়ে
যদি আওড়াও ভিন ভাষা
ইহারে কস্মিনকালে কেহ
কহিবে না উচ্চাশা-
আজি বাংলার গাঁথা বিদেশ ভূঁয়ে
নিজের অকৃত্রিম আভিজাত্য লয়ে
বিশ্ব-ভূবন জয় করিছে
অগণিত বোদ্ধার মন হরিছে
ঘরে বসে তুমি বিলাই পন্ডিত
করছ ছাঁইপাশ বলাবলি।।
আমার বাংলায় আছে অপার সম্ভার
অগণিত মহারথি
জ্ঞানের দরজা খোলা আছে হে
চলহ হইব সাথি;
অজানা জেনে নিজেকে টেনে
আজি আনব ঘরের বার
মা মানিছে কেন আমি মানিব না
মায়ের আবদার
আমার বাগিচার ফুলে অন্যে বিভোর
কেন আমি হইব রে চোর
হইয়া তাহার মালী।।
উত্তরা, ঢাকা
২১/০২/২০১৬ খ্রিস্টাব্দ।