হে জীবন, তুমি নিঃস্ব খুব ভূবনে
তোমার প্রয়োজন ফুরিয়ে গ্যাছে বড়
নিভু নিভু আলোয় চোখ দুটো কাতর
দেখবার সাধ তথাপি দৃষ্টি দর্শনে-
আবছায়া আন্ধার, কি লাভ ডেকে তারে
যেতে দাও, নব দিগন্তে সুখ বিলাতে
আজ ব্যাকুল সে! পারবেনা গো দাঁড়াতে;
যে ও না তুমি বৃথাই হাত বাড়াবারে-
বিলক্ষণ সব, বিহঙ্গের কলরব
ভোরের নতুন সূর্য নদীর তরঙ্গ
বৃষ্টিতে কথা বলে না, জ্বালাধরা’ অঙ্গ
ফুলের হাসি হৃদয় কাড়ে না সম্ভব
তার তরে মালা গাঁথা বন্ধ হল কবে?
ফুল-পাখি-বৃষ্টি সুখ নাই সেইসবে!
উত্তরা, ঢাকা
১৭/০২/২০১৬ খ্রিস্টাব্দ।