পত্রিকার পাতা আজ নিঃস্ব
নিত্য চলছে খুন-গুম-ধর্ষণ; একে অন্যে কাদা ছুড়াছুড়ি!
সবকিছু স্বাভাবিক, জীবন চলছে নির্ভার-
দুখ নেই, দায় নেই, দায় সারাবার দায়ও নেই;
নেই কারো ভাবনার ফুরসত!
চায়ের কাপে ঝড় তোলা খবর যেন নেই কোন সাংবাদিকের কাছে!
আমরা নিরাপদ কতিপয় লোক বলছে-
হয়তো তাই!
পকেট ঠিকঠাক
ইস্ত্রি ভাঙেনি প্যান্ট-শার্টের এতটুকু
লকারের তালাও অক্ষত-
টাকার পাখা গজিয়েছে কিনা
তাই সে দিয়েছে উড়াল বিনদেশে!
সুখ চর্চা সেইসব লোক করতেই পারেন
এই স্বাধীন দেশে!
জীবন সেতো চিরদিনের নয়-
নরম দেহের সেবা শেষে-লুট হতেই পারে!
চোখ বলে দেখেছি, মুখ বলে না,
বুকফাটা আর্তনাদ বুকেই ভাঙে!
ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়েছেন বৈকি-
এসব দেখে আমাদের সুস্থ থাকা চলে
পরমকরুণাময়ের নিতান্তই নয়।
উত্তরা, ঢাকা
১৭/০৪/২০১৬ খ্রিস্টাব্দ।