এক আকাশ ভালবাসা চাইনে আমার
এক বুক যথেষ্ঠ হে প্রিয়তম!
রোজ প্রভাতে পুষ্প না চড়ালে ক্ষতি নেই
মুখ দর্শন নিত্য চাই তোমার!
আমার কবিতা-গান
আজন্মকাল ছন্দ পায় তোমা হতে...
তুমি দূর নহ-
আমার অস্তিত্বে তুমি, চিন্তা চেতনায় মননে।
আবির্ভাব তোমার সদাই মধুর, মনোমুগ্ধকর!
(আমি শিল্পী নই-হলে কতই না ভাল হতো!
অই চোখ, তিলকে খচিত কপোল, রাঙা ঠোঁট,
দিগন্তে উড়া চিলের ডানার মত উরু ভুরু,
কপাল বেয়ে নেমে আসা একগোছা অবাধ্য চুল,
লাল শাড়ির ভাঁজে অতীব যতনে মুড়ানো সুশীল দেহ...
আমার কল্পনায় মেখে, মনের সবটুকু মাধুরী দিয়ে-
জন্ম দিতাম এক অভাবনীয় তৈলচিত্রের!)
দুঃখ আমার, এ জীবনে তা হয়তো হবে না!
হলে ধন্য হতাম-
সৃষ্টির বৃষ্টিতে নাইতাম আমি অনন্তকাল
তুমি, তোমার হাসিতে-সেই সৃষ্টির সাক্ষী হয়ে!
উত্তরা, ঢাকা
০৮/০৩/২০১৬ খ্রিস্টাব্দ।