তুমি তোমার সন্তানের হাতে
তুলে দিও বই খাতা প্রতিটি প্রভাতে।
সে যেন শিখতে পায়
লিখতে পায় বেশ
যেন নিজের মাঝে করতে পারে
সদা সত্যের উদ্দেশ-
ভূবনের সব কলা
যেন তাহাতে বিকাশে
সব শূন্যতা যেন পায় পূর্ণতা
তাহার পরশে।
সে যেন হয় আদর্শ
জাতির মুক্তির দূত;
যেন যায় বহে তাহার দ্বারা
সমাজে উন্নয়নের স্রোত।
সব পাপ-অভিশাপ হতে
যেন সে থাকে নিয়ত মুক্ত,
কভু যেন মিথ্যা তার খুন
না করতে পারে কলুষিত।
দাও তারে দীক্ষা তুমি,
যত অভিশাপ পাপ পায়ে পিসে
হোক সে সত্যের পথে আগুয়ান
সমাজের চোখে মহান হবে সে,
হবে তুমিও মহিয়ান।
উত্তরা, ঢাকা
১৬/০৯/২০১৫ খ্রিস্টাব্দ।