দূর্নীতি দেশের শিরায় শিরায়-
তারে আড়াল করে আমলাতন্ত্রের প্যাঁচ!
জনতার সামনে হরহামেশাই হয় পাতানো ম্যাচ!
তবু নিষ্কলঙ্ক সংশ্লিষ্ট মন্ত্রক আর মন্ত্রীর ব্যাচ!
দিব্যি তারা ভাল আছেন, না নিয়ে কোন স্ট্রেস!
চাটুকার পোষা গর্দভ যত, ঝান্ডা নিয়ে ঘুরে-
তর্ক যত মনের মত সেই অসুরের সুরে!
হায় নিয়তি, বাঙালি জাতি-
মুক্তি মিলবে কবে?
তোমার অধিকার তোমার পায়েই কি
পদদলিত হবে?
রথি-মহারথি, আমচা-চামচা
পকেট তাদের ভারী,
কথা কইলেই ত্যাড়ে আসছে
নড়িয়ে দিতে নাড়ি!
আর কতদিন বইব দুর্দিন
না ছেড়ে মুখোশের বেশ,
জাগো জনতা, দূর কর ভয়-জড়তা
ঐক্যের চেয়ে নাই কিছু বড়-
রক্তপিপাসু লুটেরা-জালিম
হবে সহসাই নিরুদ্দেশ,
প্রাণখুলে নিশ্চিন্তে শ্বাস নিবে
তোমার-আমার প্রাণের বাংলাদেশ।
উত্তরা, ঢাকা।
২৮.০৬.২০২১ খ্রিস্টাব্দ।