তোমার আশায়
কতশত রূপকথার রাজ্য
গড়ে তুলেছিলাম,
জাগ্রত রাতগুলো বেবাক নয়নে-
তাকিয়েছিল আমার দিকে,
জ্যোৎস্না গায়ে মেখে আমি বার বার
প্রেমের শরীর বেয়ে তুমাকে ছুঁতে চাইতাম,
পৃথিবীর তাবৎ নিয়মের ঘরে-
লাগিয়েছিলাম থালা,
লজ্জায় কেউ কিছু বলেনি,
তোমার পথপানে চেয়ে চেয়ে
একাই পাড় করেছি বসন্তের দীঘল যৌবন,
চাতকের মতো তোমার স্পর্শের আশায়
অপেক্ষায় ছিলো ভালোবাসার কলিংবেল,
তারপর...
হঠাৎ একদিন তুমি এলে,
কিছুক্ষণ থেকে
আবার চলে গেলে....
বলে যাওনি আমার কী করা উচিৎ....?