সূর্যের স্নিগ্ধ আলোয় ঘুম ভাঙলো,
ভাববাদী রোদ যৌবন
ছুঁয়েছে ঘুম থেকে ওঠার আগেই,
গ্রামের মেঠোপথ আর স্মৃতির-
সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বৃক্ষগুলো
কেমন যেন নিঃসঙ্গ,
এক সময় এ পথজুড়ে ছিলো___
দুরন্ত যুবকদের হৈচৈ কলরব,
পাশের জঙ্গলে বাস করতো-
একগুচ্ছ নিরবতা আর
হিম অন্ধকার, ঝিঁঝিঁ পোকার
সাঁ সাঁ শব্দ,পাখীর কুজন,
এখন,এখানে ওখানে কোথাও
আগের কিছু নেই,
কাঁচা পাকা দালান ঠাই দাঁড়িয়ে আছে,
কোথাও রোদ আর বৃক্ষের নির্জন খেলা,
চারদিকে বিরাট এক শূন্যতা__
ইট পাথরের সভ্যতা কেড়ে নিয়েছে সব;
কেড়ে নিয়েছে বটতলা, ন্যাড়ার দহন,
পাখীর কুজন,সরু খাল,ঝোপঝাড়,
কুয়াশা ধুয়া বাঁশবন,গোল্লাছুট বিকাল,
ফিকে সেই স্মৃতিগুলো বারবার মনে
উঁকিঝুঁকি খায়।