হারিয়ে গেছে অনেক কিছু-এখন শুধু স্মৃতি,
বনবাদাড়ে ঘোরাঘুরি,পাঠশালা-প্রেমপ্রীতি।
পাড়ায় পাড়ায় খেলা হবে বিকেল হলে আজ
জিততে হবে হোক যেভাবেই আসুক যত বাঁধ।
সকাল বেলা মক্তবেতে সবার আগে গিয়ে —
জা'গা দখল করতে হবে রেহাল কোরান নিয়ে।
পুকুর জুড়ে সাঁতার কাটা-'কে যায় ওপার আগে'
'তুই নয় আমি'—এইটা নিয়ে ঝগড়াবিবাদ লাগে।
ঘরে এলে মা'র বুকুনি—'কোথায় থাকিস বল?-
সময়মতো খাসনা খাবার—পড়ায় করিস ছল'।
দাদুর মুখে কেচ্ছা শুনার—প্রবল আবেগ মনে,
সামান্যতেই আড়ি দেয়া—একজনে আর জনে।
দিন দুপুরে এখান-ওখান— সবখানে সব আছি,
গাছের ডালে,গলির চিপায়,জংলায় ছোটাছুটি।
কোথায় গেলো অবুঝ দিনের সোনায় মাখা ক্ষণ
ফিরবে না আর-ফিরবে না আর,হইছে যা গমন।