তুমি স্বপ্ন,তুমি আশা,তুমি ছিলে তাই আছি,
বঙ্গবন্ধু মুজিব তোমায় বড় বেশী ভালোবাসী।
তোমার জন্য মুখের ভাষা, বলছি কথা দিবানিশি,
এক পরিচয় নিয়ে সবাই চলছি মোরা পাশাপাশি।ঐ
রেসকোর্সে তোমার ডাকে ভাঙলো সবার ঘুমের রাশি,
ওঠলো জেগে বীর বাঙালি কৃষক-শ্রমিক-জেলে- চাষি।
স্বাধীনতা আসলো মোদের,তুমিই দিলে সে পথ আঁকি,
তুমি মানে বাংলা আমার,তুমি মানেই বাংলাদেশী।ঐ
সবুজ শ্যামল পত্র ছায়ায় তোমার ছবি উঠে ভাসি,
লাল সবুজের কেতন হয়ে তুমায় মোরা উড়তে দেখি। ঐ
পঁচাত্তরে ঘাতকরা ফের কলংকিত করলো মাটি,
কেড়ে নিলো প্রাণ যে তোমার, রক্তে তুমি মাখামাখি।ঐ
মুজিব থাকে ঘরে ঘরে, জানে কি তা ঘাতক পার্টি?
এক মুজিবুর চলে গেছেন লক্ষ মুজিব আমরা আছি।ঐ
দেশ-বিদেশে যেথায় থাকি, তোমার মাঝেই ফিরে আসি,
মুজিব আমার, মুজিব তোমার,মুজিব মানেই বাংলাদেশী।ঐ