মদিনার মুসাফির
মদিনার মুসাফির বানাইয়ো প্রভূ
যিয়ারাত করাইয়ো হাবীবের ঘর
দেহেতে মাখাইয়ো—ধূলি মদিনার
তার আগে খুঁড়োনা আমার কবর।

খাব
পুড়ে পুড়ে যে হৃদয় হয়েছে খাটি
তার কি থাকে আর দহনের ভয়?
দু'চোখে যে খাব দেখে পাহাড়সম
থেমে যায় না সে—দেখে পরাজয়।

তামান্না
আমার এই মন খারাপের দিনে—
এক পশলা রহম তুমি নাযিল কর প্রভূ
দিলে দিও হাবীব প্রেমের জোয়ার—
আসুক আঁধার কিংবা মরণ তবু।

ইবাদাত
ঘুমের আলস্য ভেঙে জেগে উঠো পাখী
অজুর পানীতে ঝরাও পঙ্কিল পাপ,
কাছের আকাশে আছেন মহান মালিক
তার কাছে ক্ষমা চেয়ে হও নিষ্পাপ।

বিরহ
তোমরা সুখদের ভাগকরে খাও—
দুঃখসব খামে ভরে এই বুকে দাও!
নীল খামে পাঠিয়ো বিচ্ছেদ চিঠি—
কষ্টেরা নীল হয়; নীল ভালোবাসী!

প্রভূ
তুমি কতোটা ক্বারিব;কি বলিব আর!
শুনছো তাও—যা খেয়ালে আমার—
দয়াগুণে যে আঁখি দিয়েছো আমায়
সবকিছু দেখি প্রভূ—দেখিনা তোমায়।

আরজু
জানি প্রভূ একদিন হবো ঠিকই লাশ
তার আগে ছুঁতে চাই—কাবর গিলাফ
কপাল ঠেকাতে চাই হেরেমে তোমার —
পূরণ করিও ওগো আরজিএ আমার।