৭.প্রত্যাবর্তন
নীড়ে ফিরো পাখি।পথ ভুলে —
পথ হারালে।খোলো দুটি আঁখি।

৮.লাইলাতুল কাদর
হাজার মাসের লাভ -এক রাতে লুঠো
শেষের দশক হাজির,ঘুম ভেঙে উঠো।

৯.প্রস্থান
চলে যাও-নেই বাঁধা; নেই দাবী আর__
যেতে যেতে থাকে যা,সেটাই আমার!

১০.দৃষ্টি
অমন ভাবে তাকায়ো না —খুন হবো খুন
ভিতর পুড়ে ছাই হবে—লাগালে আগুন।

১১.সৎলোক
নর্দমার জলেতে, যে মাছের বসবাস__
শুনেছো কী কান পেতে তার হা-হুতাশ?

১২.বিরহ
নীরব থাকার মানে ভুলে থাকা নয়
বিরহী স্মৃতি তখন আরো গাঢ় হয়।