দানব বন্যা
.
মানুশের অন্ধকার বুক থেকে পাতাঝরা
ফোঁটার মতো টপটপ অশ্রু ঝরছে,
বন্যার নখরাঘাতে ছিঁড়ে গেছে
তাদের নাড়িভুঁড়ি,
ঘরের ভিতরে দিনদুপুরে ডাকাতের মতো
প্রবেশ করেছিলো দানব বন্যা,
বাসনকোসন,চুলা,প্লেইট,গ্লাস,পরিধেয়,
বিছানাপত্তর,ঘুম সবকিছু গিলে খেয়েছে—
তবুও তৃষ্ণা মিটেনি,
রাক্ষুসের মতো হাস-মুরোগ,গরু,ছাগল,
ধানের গোলা,মাছের ফার্ম, ব্যবসার পণ্য, বালু,পাথর,স্কুল,কলেজ,মসজিদ,
মন্দিরও খেলো,থামেনি তবুও—
এ কেমন রাক্ষসী?
এখন তার মানুশ খাওয়াই বাকি।