আমায় ছোঁয়নি কোনো হাত-কেবল হা হুতাশ
তপ্ত মরুর ভিষণ রোদের-আমার গৃহেই বাস
বুকে আমার বিরাণ ভূমি পোড়ছে গাছপালা
বিষাদ নিয়ে হাওয়ায় মিশে উড়ছে তালতলা
শুকনো নদী তৃষ্ণা কাতর জলের প্রহর গুণে
বিজন বনের সবুজ ঘাসে শুলাম এক কোণে
আমায় ছোঁয়নি কোনো রাত-রাতের নিওন চাঁদ
জোস্নার আলো হয়নি মাখা—চাও শুধু তফাৎ
তোমার ভিষণ রকম তাড়া-বদলে ফেলার ছড়া
একই দেহে হাজারো রূপ—তোমাতে ফিট্ করা
এখন চলছে আষাঢ় মাস আমি দুঃখ করি চাষ
তোমায় দিলাম স্বাধীন আকাশ সুখের বার মাস।