যেখানে
একটা ঘন রাত নামে
গাছের পাতা জোছনা মাখে ।
মৃদু বাতাস তোলে শিহরণ
রাত জাগা পাখির বিচরণ ।
ঝংকার তোলে বাঁশের পাতা
হঠাৎ ঝাপটায় বাদুড় ডানা ।

যেখানে
জাগতিক কোলাহল মহাপাপ
বন্ধ সব সত্যের অপলাপ ।
নেই ভ্যাপসা ভালোবাসা
প্রথাগত প্রেম বা সংসারের আশা।
চুক্তিভিত্তিক সব দায়বোধ
কিংবা 'হয় প্রেম নয় অবরোধ'।

যেখানে
মুক্তো বাতাসে মুক্তির স্বাধীনতা
নিষিদ্ধ তোমার সব কপটতা
সব জিঘাংসা আর দ্বিচারীতা।
ঘৃনা-দ্রোহ-দ্বেষ সব ছেড়ে
শান্তির সাদা পতাকা ওড়ে।
সেখানে বাঁচতে চাই
আমি আমার মত করে...

(২৫ বৈশাখ,১৪২৪)