পুঁজিবাদী যাপিত জীবনে
সেই একই ঠোঁটে গোপনে
ভিন্ন ঠোঁটের শিহরণ
কোন বিচারেই ব্যতিক্রম নয়।
ব্যস্ত মিউজিক্যাল চেয়ারে
তোমার প্র‍্যাগম্যাটিক আবর্তনই
বরং বৈষয়িক বাস্তবতা।
লাক্সারি আর লজ্জাস্থানের
ক্যাপিটালিস্টিক বিনিময়ের দিনগুলোয়
আমার অপ্রাসঙ্গিক হবার আক্ষেপ
কোন প্যারামিটারেই প্রাসঙ্গিক নয়।
তবুও নির্লিপ্ত নিকোটিনে তোমায়
নিষিদ্ধ ঘোষণার বৃথা অভিনয়...


২৬ ফাল্গুন, ১৪২৭
সমুদ্রপাড়।