মিশরীয় স্ফিংস,রোমান কলোসিয়াম
কিংবা মাহেঞ্জোদারোর মিলনায়তন
বুর্জের বিশালতা অথবা এ্যাপার্টমেন্ট এর ঠাসবুনোট
প্রস্তর থেকে প্রাচুর্যের যুগ,
প্রকান্ড সভ্যতার প্রতিটি পরত
তোমার লোনা ঘামে বোনা।
সভ্যতা আর সাম্যের ব্যস্তানুপাতিক বন্টনে
প্রোটিন আর পুষ্টির অপ্রতুল যোগানে
তোমার শীর্ণ শরীর আজো
অধিকার আদায়ের স্লোগানে ক্লান্ত।
শিকাগোর মর্যাদার মিছিলে
তুমি একটি দিবস পেয়েছো
কিন্তু ন্যায্য হিস্যার হিসেব টা ?
নগরে-সড়কে,বন্দরে-বিদেশে,শিল্পে-সেবায়,হোটেল-হোসিয়ারী,টি বা ট্যানারি ; প্রবঞ্চনা তোমার প্রতিদিন।
কিন্তু না,
এটাই শেষ কথা নয়।
বরং বিন্দু বিন্দু ঘামে গড়া সুরম্য সভ্যতার হে শিল্পী,
তোমার দৃপ্ত বাহুতে জমানো শৌর্যে
ঘাতসহ মনন আর অসীম ধৈর্য্যে
সৃষ্টিশীল অপার্থিব সৌন্দর্যে
জয় হোক বৈষম্যের বন্ধন
হে শ্রমজীবী,তোমায় অভিবাদন।মিশরীয় স্ফিংস,রোমান কলোসিয়াম
কিংবা মাহেঞ্জোদারোর মিলনায়তন
বুর্জের বিশালতা অথবা এ্যাপার্টমেন্ট এর ঠাসবুনোট
প্রস্তর থেকে প্রাচুর্যের যুগ,
প্রকান্ড সভ্যতার প্রতিটি পরত
তোমার লোনা ঘামে বোনা।
সভ্যতা আর সাম্যের ব্যস্তানুপাতিক বন্টনে
প্রোটিন আর পুষ্টির অপ্রতুল যোগানে
তোমার শীর্ণ শরীর আজো
অধিকার আদায়ের স্লোগানে ক্লান্ত।
শিকাগোর মর্যাদার মিছিলে
তুমি একটি দিবস পেয়েছো
কিন্তু ন্যায্য হিস্যার হিসেব টা ?
নগরে-সড়কে,বন্দরে-বিদেশে,শিল্পে-সেবায়,হোটেল-হোসিয়ারী,টি বা ট্যানারি ; প্রবঞ্চনা তোমার প্রতিদিন।
কিন্তু না,
এটাই শেষ কথা নয়।
বরং বিন্দু বিন্দু ঘামে গড়া সুরম্য সভ্যতার হে শিল্পী,
তোমার দৃপ্ত বাহুতে জমানো শৌর্যে
ঘাতসহ মনন আর অসীম ধৈর্য্যে
সৃষ্টিশীল অপার্থিব সৌন্দর্যে
জয় হোক বৈষম্যের বন্ধন
হে শ্রমজীবী,তোমায় অভিবাদন।