ইচ্ছে করেই কাঁদালাম তোমায়
চোখের জলে যখন নষ্ট হলো
বাকিটুকু ধুলে কর্পোরেশনের কলে,
তোমার মেকআপের তিনস্তরের নিরাপত্তা!
ফেসিয়ালে মুছে যখন মুখ তুললে
জানলেই না তুমি এতেই অপরুপ।
টিভি বিজ্ঞাপন তোমায় হতে বলিনি
ন্যাচেরালেই আমার নায়িকা তুমি।
মেকী ছেড়ে এখন হালকা লাগছেনা ?
বারবার আয়না দেখার টেনশন নেই
ক্যামন দেখাচ্ছে সে অবশেসন নেই
মুক্তির এক মুক্তো বাতাসে বিচরন।
কিন্তু আমি মুক্তো হতে পারছি না!
চ্যাপ্টা মানিব্যাগ কাগজে মোটা করা
ক্ষুধার্ত পেট পানি ঢেলে উঁচু করা
অর্থনৈতিক পরাধীনতার গ্লানি মাখা।
অথচ তোমার মত আমিও মেকআপ মাখি
তুমি ত্বকে আর আমি যাপিত জীবনে ।
তুমি ধুয়ে ফেলে নির্ভার
আমি রেখে দিয়ে জেরবার।
সন্ধ্যা নামছে
ঝাপসা হচ্ছে দিনের আলো
ফিকে হচ্ছে তোমার আমার
যৌথ প্রযোজনার স্বপ্নগুলো ।
(৮ চৈত্র, ১৪২৩)