নিয়ম করে অনিয়মের
প্রথা ভাঙ্গার প্রত্যয়ের
অবারিত অক্সিজেনের
স্বাধীনতা আজ নিলামে !
বুক ভরা জলে ডোবার
টান হয়ে মাটিতে শোবার
ভোরের বাতাসে গন্ধ শোঁকার
স্বাধীনতা আজ নিলামে !
ইচ্ছেমত ইচ্ছে করার
হঠাৎ করে হারিয়ে যাবার
বলতে চেয়ে বলতে পারার
স্বাধীনতা আজ নিলামে !
মনের মত লিখতে পারার
পায়ের তলে পথটা মাড়ার
আমার মাঝে শুধুই আমার
স্বাধীনতা আজ নিলামে !
আমি বাঁচিনি তাই বেচেছি
তবুও জেতো তাই চেয়েছি
তাই নিয়তিও আজ নিলামে !
শুধু প্রশ্ন একটি
তা,কিনলে তুমি কি দামে ?
(২৩ ফাল্গুন,১৪২৩)