তুমি তো সেই তুমিই,না ?
অদম্য প্রেম দিয়ে যে বাঁধতে চাও
অভিমান ভুলে বারবার ফিরে চাও।
প্রতিকনা ভালোবাসা ছড়িয়ে
নি:স্বার্থ বুকে জড়িয়ে
রাখতে চাও আমায়
তুমি তো সেই তুমিই,না ?
সবুজ ঘাসে,তুমি আমি পাশে
জড়িয়ে কাঁধে ফেলা নি:শ্বাসে
তুমি তো সেই তুমিই ,না ?
প্রতিঘাতে প্রতিদিন ক্ষয়ে
দুচোখ বেয়ে অশ্রু বয়ে
তবুও থাকতে চাও আমারই হয়ে
তুমি তো সেই তুমিই,না ?
প্রতিক্ষনে বেদনা দিয়েছি
প্রতিদানে বরং প্রেরনা পেয়েছি
তুমি তো সেই তুমিই,না ?
তুমি যদি সেই তুমিই,
তবে আজ কেন দুরত্ব চাইছো
অন্য কারো পথে হাঁটতে চলেছো ?
সত্যিই যেতে চাও ?
আচ্ছা যাও,বেঁচো নিজের মত
শেষ প্রেম নিয়ো বাকি আছে যত
শুভবিদায়। শুভকামনা শত...
(৮ কার্তিক,১৪২৩)