কই তুমি?
সংসার নিয়ে বারোশো বর্গফুটের ফ্ল্যাটে
আছো কেমন ?
ভালো,জীবনের নিয়মে দিনগুলো কাটে।
মনে পড়ে ?
হ্যাঁ, আরে না না,কেন মনে পড়বে অযথাই !
দ্বিধা আছে ?
নাহ।আর কত এভাবে নিজের সাথে লড়াই ।
স্বপ্ন দেখোনা ?
মা হবার।বাচ্চার কাপড়ে ভরা পুরো লাগেজ
হচ্ছোনা কেন ?
নিয়তির খেলে নিয়ম মেনে মিসক্যারেজ !
ওহ স্যরি,কষ্ট পেলে ?
ফর্মালিটি ছাড়োতো।এখনো মনে পড়ে ?
মন কই আমার ?
অভিমান এখনো! কি লাভ আর তর্কে জড়ে
এবার বলো,তুমি কই ?
এইতো,সীমানা যখন একই আকাশ
তার নিচেই তোমার আমার বসবাস !
গুছিয়ে নিয়েছো?
অবশ্যই।ভরা এ্যাশট্রে,সাদা ধোঁয়া,কালো ঠোঁট
শ্রান্ত মন,যাপিত জীবন অথবা ছেঁড়া নোট...
হোয়াটেভার,আজকে রাখি তিথী
আরে না,এই হ্যালো,হ্যালো....হ্যালো...
(২৩ ভাদ্র,১৪২৩)