সোডিয়াম নিভে গেছে
চাঁদ মরেছে মারমুখী মেঘে
এভিনিউয়ে জোনাকি জ্বলেনি
মুঠোফোন মৃত্যুশয্যায়
জেঁকেছে নাছোড়বান্দা অন্ধকার।

দূরে কি কোন আদিম ডাক?
নিশাচর বোহেমিয়ান বোধহয়।
এদিকে আমার অনিবার্য মৃতদেহ
দুহাতে খুঁড়ছে পরের অধ্যায়
অন্তর্ধানে যাবে সে—অসীম শূন্যতায়।