বলছিনা যে,
বারি আর নারী ধর্মে একই
পাত্র বুঝে আকার গড়ে
যখন যে হাত সেই হাতে হাত
অতীত গিলে গড়িয়ে পড়ে।
এও বলিনি,
স্থিতিস্থাপক হৃদয়টা যে
ভর বুঝে তার ওঠানামা
কেউ পারেনা ভাঙতে তাহার
ইলাস্টিসিটির সহ্যসীমা।
কে বলেছে,
মোমের মত মনটা তোমার
খামখেয়ালের ঘরবসতি
ইস্ট্রোজেনে দোষ চাপিয়ে
সকল ভুলের অব্যাহতি।
বলবো কেন,
ভিন্ন ছাঁচে একই তুমি
প্রচণ্ড এক উচ্চাভিলাষ
একই চাঁদে ভিন্ন ছাদে
গৎবাঁধা সেই চন্দ্রবিলাস।
সেই ই ভালো,
অভিযোজন এক পলকে
ভাঙ্গো পুরান অভিজ্ঞান
ধাঁধা থাকুক পাতায় পাতায়
নিম্নমাধ্যমিক নারীবিজ্ঞান।
১ আষাঢ়,১৪২৮
দক্ষিণাঞ্চল, বাংলাদেশ।