তোমার রূপোলী মুগ্ধতায়
অপলক অনিদ্রা আসুক
তোমার নেশাটা বরং
বাকী রাতে বাড়ুক।

রাত কে আমিই জাগি
নাকি রাত আমাকে
তবে এটি দ্বিধাহীন
জেগে জপি শুধু তোমাকে