ধরো,আমার জীবনটা একশো মাইল
প্রথম পঁচিশ মাইলে তুমি সঙ্গি হবে তমা ?
-অসম্ভব! হাঁটলে আজীবন,মানে একশো মাইল।
আগে পঁচিশ মাইলই হাঁটো না ...
-না,পুরো একশো মাইল একসাথে ।
আচ্ছা ঠিকাছে। চল তবে ।
হাঁটছি দুজন,হাতে হাত রেখে
সাথে স্বপ্ন,আবেগ,অনাবিল সুখময় সব অনুভুতি।
-আচ্ছা তোমার হাত এত শক্ত কেন ?
তখন কেবল চার মাইল।
-তোমার হাত এত ঘামে কেন ?
তখন সবে ছ মাইল ।
-এমন বিশ্রী করে তাকাও না !
কেবল তখন ন মাইল ।
-তুমি পুরোই বিরস মানুষ
তখন মাত্রই এগারো !
-আর সম্ভব না,ভালো থেকো ।
কি হলো?হাঁটবে নাকি শ'মাইল ?
-না অসম্ভব,হাঁপিয়ে উঠেছি,তোমার সাথে আর নয়।
দ্যাখোতো,পাশের সবাই,ঐযে ঐ জোড়াটা
কি দারুন হাঁটছে,জড়াজড়ি !
পাগলী মেয়ে,তোমায় তো বলেছি আগেই, বোঝনি।
আবেগে আহ্লাদে বললে হয় একশো মাইল নয়ত নয় !
আচ্ছা যাও,যাবেই তো জানি।
এক হাতে হাত রাখার ফুরসত তোমার কই !
আমার তো দারুন লাগছিলো
এখন কিভাবে যাবো বাকি উননব্বই মাইল ?
তারপর বেশ কিছুদিন আবেগ,বেদনা...
অত:পর আমি আবারো হাঁটছি,পাশে অন্য কেউ।
উননব্বই মাইলে যতজন সঙ্গি হয়,সবাইকে স্বাগতম !