শুনলাম
এই বসন্তে শাড়ি পড়ছো,
হলুদ থাকবে লাল থাকবে
রঙ এর কারুকাজ থাকবে।

শুনেছি,
চুড়ি পড়ছো,রেশমি চুড়ি
লাল অর্ধেক,অর্ধেক নীল
সোনালীও থাকবে নাকি দুটো।

জেনেছি,
এ বসন্ত ঘিরে তোমার ব্যাপক আয়োজন
আগের ২৩ টির চেয়ে নাকি  অন্যরকম
বসন্তের হলুদ তোমার মনেও এখন।

আচ্ছা শোন,
পহেলা বসন্তে তোমায় দেখতে পাবো?
শাড়ি আর হলুদ ফুলে জড়ানো
দু-ডজন চুড়ি হাতে পড়ানো?

হুম তাতো ঠিক,
আমি বহুদুর।
কিন্তু বসন্ত পুরো মাসজুড়ে।
মাস পেরোলেও বা কি!
যেদিন তোমার হাতে হাত জড়াবো,
সেদিনই বসন্ত,
অবশ্যই বসন্ত।