অত:পর পর হয়ে যাবো
অপ্রাপ্তির অযুহাতে।
অসংখ্য অসংগতি দেখিয়ে
কিংবা নেহাতই অকারণে।
অসম্ভব অহং মনে পুষে
অস্পষ্ট হবো আমরা
দূর থেকে দুরতর দুরত্বে
দু:সহ দোটানা থেকে দুজনে।
তারপর আরো অনেক পরে
দুই দশক দুইবছর দূরে
একটা আটপৌরে পৌঢ়ে পৌঁছে
আবার হয়ত দেখা দুজনার।
রেখে আসা রোমান্সের রোমন্থন?
ভুল কার তার খন্ডন?
কেমন চলছে বাইশ বছরের অভিযোজন?
নাহ,এসব প্রশ্নের প্রশ্নই উঠবেনা।
একদৃষ্টে শুধু দেখবো তোমায়
'কতদিন না দেখা' কাতর চোখে,
অভিযোগহীন অনুরাগে
ঝাপসা চোখে জলের ঝাপটা মুছে।
১২ চৈত্র,১৪২৫।