তুমি খন্ডিত হও
চৈত্রের মাটির মত,
পুড়তে থাকো গনগনে রোদে।
না ছাই,না কয়লা কিংবা ধোঁয়া,
দহনের চিহ্নহীন যন্ত্রনায়
পুড়ে খাক হোক আজন্ম হাহাকার।
আগুন বাতাসে ফোস্কা মুখে
গলিত লাভা ডলে নিয়ো,
সহ্যক্ষমতার ষোলকলা পূর্ন।
গ্রিক মিথের ফিনিক্স না তুমি,
তুমি বিচূর্ণ হও বিক্ষোভে,
চিরতরে।