আফ্রোদিতি
আমি এ্যাডোনিস নই
দ্বিধাহীন প্রেমিক আমি।
অর্জুনের তীর যেমন
আমার নিশানা তুমি।

তুমি রোমান ভেনাস
বসন্তে তোমার সুবাস
তোমায় মুগ্ধতা আমার অধিকার।

পুরাণ আরবের উজ্জা তুমি
পরম পূজার প্রতিমা
আমার প্রাণ ই কোরবানি।

তিলোত্তমা
ত্রিভুবনের রত্নপাথরে গড়া
তুমি দেবতার দুর্বলতা।


রম্ভা
আমি কোন আচার্য নই
হই যদি দৈবক্রমে
আমি তোমারই অর্চনা করি।

উর্বশী
আমি তো দেবতা নই
আমার ধ্যানে তুমি,ধ্যানই তুমি
তাতে স্বর্গচ্যুতি?  তাও সই।

না না
কোন পুরাণের চরিত্র না
কোন কিংবদন্তী না,
এসবই ভুল।
তোমার ধ্রুপদী সৌন্দর্যে
ভ্রান্ত সব উপমা,
বরং দীপা আমারই দেবী
দ্বীপান্বিতা প্রেমের প্রতিমা।

১৯ জ্যৈষ্ঠ ১৪২৯

রোড-১
মুখোমুখি ফ্ল্যাট