তোমাকে সাজাই বর্ষার স্নিগ্ধ বেলীতে
কল্পনার সব কোমলতা দিয়ে ।
তোমার নরম মুঠোয় আমার তর্জনী গেঁথে
আমার আমিকে পবিত্র আমানত রেখে।
অযথা আবেগ ফেলে পরিনত প্রেমের পসরা
থরেথরে সাজানো সেই প্রথাগত বিশ্বাস
হারাবার দু:সহ আতংক বহুদুরে ঠেলে ।
মেরুণ শাড়িতে জড়ানো শান্ত শরীরে
মেকী মেকআপের বালাইহীন মুখশ্রী
দিগন্তে মেশা পথে পা বাড়িয়ে তুমি আমি ।
তুমিই বুঝি সেই যাকে খুঁজি যুগ ধরে
অবশেষে তবে পাওয়া গেলো তাকে !
সূর্য গড়িয়ে দিনের সমাপ্তি ঘোষণা শুরু ।
একি! সন্ধ্যার আঁধারে এ তুমি কে?
তোমার মাঝেও দেখি ধ্বংসের উল্লাস !
প্রতারনার হাসির পুরোন প্রতিধ্বনি ।
ভাঙ্গা বিশ্বাস জুড়তে চাওয়া অপরাধ কি?
অথচ তুমিও দেখি তাদের মতই !
কি সাদা কি লাল বা মেরুন শাড়ি!
অবিশ্বাসের বিষে নিয়ত নীল আমি ।
তবে তাই হোক,
শুভবিদায় হে বিশ্বাস এবার চিরতরে
অভিবাদন মানবী আজ প্রাণভরে
তুমি জ্বালো আমি পুড়ি আমার মত করে ।
৯ বৈশাখ,১৪২৪