বাদল দিনের প্রথম কদম ফুল সযতনে মাড়িয়ে যাওয়া সেই তৃতীয় রমণীর পদার্পণ এক মেঘাচ্ছন্ন দিনের শুরুতে আমায় পর্যবসিত করে প্রচণ্ড রকমের ব্যর্থতায়।
এরি মধ্যেই কয়েক হাজার গ্যালন বৃষ্টির জল আছড়ে পড়েছে ভূ-পৃষ্ঠে; কিন্তু, বরষা-বাদল-শ্রাবণ কিংবা বৃষ্টি নিয়ে তদ্রুপ কোনো বিশেষণেই বিশেষায়িত হতে পারছি না আজ।
বৃষ্টি একটা জ্যাকসন হাইট্স কিংবা একটা আইস ফ্যক্ট্রি রোডকে সমানভাবেই ভিজিয়ে দেয়, ভিজিয়ে দেয় একটা রেইন ট্রি অথবা একটা জারুল গাছকেও, বৃষ্টি ভালোবাসায় একজন লেডি অলিভিয়া কিংবা একজন তিলোত্তমা কে; কিন্তু আজ এখানে কেউ কাউকে ভালোবাসবে না।
আজ কান্নার দিন, দুঃখের দিন,
আজ বিষাদের দিন, হতাশার দিন,
আজ প্রকৃতির মন খারাপের দিন আর
আমার;
আজ আমার আরো একবার নষ্ট হয়ে যাবার দিন।।