কেন তোমরাও মৃত্যুর মিছিল থেকে পালিয়ে এসেছিলে?
কেন কাঁধে কাঁধ চেপে বুলেটের সামনে দাঁড়ানোর অঙ্গীকার ভূলে গিয়ে পরিণত হলে নিন্মপ্রজাতির কীটে?
কেন তবে সহস্রবার দেখেছিলে বিপ্লবের স্বপ্ন?
কেন, কেন, কেন!
কেন ভালোবেসেছিলে প্রেমিকাদের?
ভালোবাসার অধিকার একমাত্র বিপ্লবীদের;
প্রকাশ্য চুম্বনে যারা খানখান করে দিতে পারে শতাব্দীর প্রথা, মিথ এবং সামাজিক অন্ধত্ব।
কেন দেশের সাথে বৈরিতা করলে, কেনবা মায়ের সাথেও?
কেন রাতের আঁধারে পালিয়ে গেলে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে?
হয়তো তুমি বেঁচেই গিয়েছো;
এই মুহূর্তে হয়তো তারা উপড়ে ফেলছে তোমারই সহযোদ্ধার চোখ, নখ কিংবা দাঁত,
কিন্তু তোমার বেঁচে যাওয়া কি প্রকারান্তরে কাপুরুষোচিত মৃত্যুই নয়?
তুমি এবং তোমরা শতাব্দীর চূড়ান্ত কাপুরুষ,
তোমাদের মৃত্যু অনিবার্য।।