ক্রমশ আবিষ্কার করে চলেছি স্বীয় অপারগতাকে,
নিশ্চিদ্র লক্ষ্যও খুব অলক্ষ্যেই করছে পশ্চাৎগমন;
আমি চুরমার হয়ে যাই যেন ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবিম্বের মতোন,
যখন আমাকে বন্দি করা হয় আলোকরশ্মি থেকে।
সহস্রাব্দ অক্ষরের ভূষণে যখন তুমি বিশেষিত,
যখন তোমার স্বর্ণমূর্তি ঠায় দাঁড়িয়ে থাকে দূর্ভিক্ষের দেশে
কিংবা যখন তোমার ঔদ্ধত্য ঈশ্বরীয় ক্ষমতাকে চূর্ণ করে,
তখনো আমি ফসলের মাঠে একটি ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকি, প্রত্যাশা করি এক নতুন আবাদের;
প্রিয় শালিকেরা ওড়ে অবাধে, ওদের কোনো সীমান্ত নেই,
ওদের কোনো জাতীয়তাবাদ নেই;
আমি শুধু ওদের মতোন বাচতে চেয়েছিলাম,
আমি শুধু স্বাধীনতা চেয়েছিলাম।।