১
আজ এই উপত্যকায় নেমেছে গ্রীষ্ম
'খরস্রোতা', তোমার চোখের নাম ।
নদীরা প্রাণপণে শুষে চলেছে বুক
জিভে ঠেকেছে কয়েকটি পোড়া ট্রাম ।
কোমরের নীচে জমছে মেদ
নৃত্য চুরি করেছে ঝর্ণার ধারা
শীর্ণকায় যোনি পথে মুখ ঢুকিয়েছে সভ্যতা
মোমবাতি নিয়ে বেরিয়ে এল কারা ?
২
আমি অগ্ন্যুৎপাতের অপেক্ষায় আছি
টেস্টটিউব জুড়ে স্বরলিপি, ডানা ঝাপটানো
বিক্রিয়া শেষে জন্ম নেবে নতুন বর্ণমালা
অনাবিষ্কৃত ভাষাটিকে তুমিই ভালো চেন ।
অশ্রু মুছে নাও, নিশ্চিন্তে আঁচল তোল
তোমার ধোঁওয়ায় আর কোন চিতা সাজবে না
এবার থেকে তোমার শরীরের পাসওয়ার্ডগুলি
আমি ছাড়া আর কেউ জানবে না ।