আজ আরও একটি বাসর রাত
কাল নাগিনী অনুসন্ধিৎসু দৃষ্টিতে খুঁজে চলেছে ছিদ্র ।
কোন এক রন্ধ্রে চোখ পেতে দিয়েছে মানুষ, মুখে উৎকণ্ঠা ,
বসন একে একে খুলে যাচ্ছে , এইবার হয়তো মিলন হবে ।
গল্পটা সবাই জানে, তাই সবাই বিরক্ত
মনে মনে বলছে, 'এত সুন্দর সিন, সাপ যেন না আসে ।'
হঠাৎ আর্ত চিৎকার ভেসে এসেছে
লুটিয়ে পড়েছে স্বামীর দেহ ।
দর্শকদের মুখ ব্যাজার ,
ভিড় জমছে নদীর ধারে,
ভেলায় মৃতদেহ তুলে দিতে স্বেচ্ছায় এগিয়ে যাচ্ছে সবকটি পুরুষ।
কারণ পরেরটাও সবাই জানে
নদীতে ভাসবে লাশ
আর লাশ তুলতে গিয়ে নববধূর বুকের আঁচল সরে যাবে