এখন আমি কৃষ্ণদ্বৈপায়ন
নতুন করে সাজাচ্ছি কুরুক্ষেত্র, পালটে দিচ্ছি শেষ চব্বিশটি শ্লোক ।
তুমি সালোয়ারে অভ্যস্ত ।
ট্রান্সপারেন্ট ওড়না যেন ভৈরবীর আলাপ ।
সামনে দুটি শূন্য প্লেট দিয়ে গেছে বেয়ারা।
সেখানে বয়ে যাচ্ছে বাহান্নটি নদী, মোহনাহীন
তুমি এঁটো করে দিচ্ছ উত্তর থেকে দক্ষিণ ।
চামচ খোঁজার অছিলায় আমি পৌঁছে যাচ্ছি তোমার ঊরুর কাছে
তুমি ফিসফিস করে বলেছ , 'দুর্যোধনেরটা আরও উপরে ছিল, আরও, আরও উপরে।'
নিশ্ছিদ্র এই রেস্তোরাঁয় আমার আঙুলের স্পর্ধায় বেজে উঠেছে যুদ্ধ সমাপ্তির পাঞ্চজন্য ।