সব প্রেমিকারাই একদিন কাশবন হয়ে যায়
সারা শরীরময় পুজো পুজো ভাব।

আমি নতুন আলতা সিঁদুর নিয়ে আসি
পাথরের থালায় আতপ চাল আর কাটা মুণ্ডু সাজিয়ে প্রতীক্ষা করি-
প্রসাদ আসবে।

তোমার দু চোখে ভয়
বুকে কিল মেরে বল , 'রক্ত আমি ভয় পাই।'
তারপর আমার হাতে রাখা বেলপাতা গুলি গুঁজে নাও খোঁপায়।

নাভির নীচে যজ্ঞকুণ্ড সাজানোই আছে
আত্মাহুতি দিয়ে আমি অনন্তকালের পুজো সেরে নি
মুছে নি জরা, মৃত্যু, গ্লানী ।

তারপর রক্ত-হীন প্রসাদের চাল আমরা দুজন একসাথে ভাগ করে খাই ।