১
শিশির কুঁড়ি থেকে ফুটে উঠেছে অক্ষর
তিনশো পাতার একটি রোম্যান্টিক কাব্যোপন্যাস জমে আছে ঘাসের গায়ে।
স্রষ্টা রোদে পিঠ পেতে দিয়েছে
ছায়াঘন পরিবেশ সৃষ্টি করেছে প্রাণপণে।
স্যাঁতসেঁতে ভাব সৃষ্টির পক্ষে আদর্শ ।
২
ভক্ত পাঠক ফুল দিয়েছে পদতলে,
অঝোর নয়নে কাঁদতে কাঁদতে স্রষ্টা বলেছেন
'সৃষ্টির জন্য ফুলকেও বলিদান দিতে হয়।'
বৃতি থেকে পৃথক হয়েছে ধড়
গর্ভাশয়, পুংদণ্ড সবকিছু ভিজে গেছে রক্তে।
তিনশো পাতার রোম্যান্টিকতায় উপসংহার টেনেছে আরও দুশো পাতার রক্ত ।
৩
সম্বর্ধনা সভা শেষ
স্রষ্টার চশমা এখন টেবিলের তলায় ,
ভক্ত পাঠককে কানে কানে বলেছে
'বুঝলে হে, আগে আমিও খড়গই ধরেছিলুম
বলি দিয়ে দিয়ে এখন কোমরে বাত
আমার পায়ের তলায় চাপা গেছে দু একটা ঘাস
ওদের শোকে তুমি আবার আমার পায়ে ফুল দেওয়া বন্ধ কর না ।