ক্ষুধার আগুনে পোড়াব তোমাকে
মুঠো মুঠো ঘি ঢেলে দেব গায়ে।

চাঁদের গায়ে ছুঁয়ে দেব তোমার মুখ
সে কালো হবে, আরও আরও কালো ।
তা হোক, তিনশো পঁয়ষট্টি দিন অমাবস্যা আমার ভালো লাগে।

আমার শেষযাত্রায় সঙ্গী শুধু তুমি
তোমার উপর শুয়ে থাকতে থাকতে বুঝছি মৃত্যু মানে শুধু ছাই নয় -
মৃত্যু মানে রক্তিম সূর্যের দিকে তাকিয়ে বলা, 'আর পারছি না।'
মৃত্যু মানে মিছিলে ক্রমশ পিছিয়ে পড়তে পড়তে ঘড়ি দেখা
প্রতিবাদ কে বলা 'তোমরা এগিয়ে যাও, আমি কাল যাব।'

মৃত্যু মানে কবিতা লিখতে বসে দুধ রুটির গন্ধ পাওয়া।

হে কাঠ , তুমি আমার নাভিমূলে শ্যাওলা দাও
আমার পেট সরলরেখা হোক
অনন্ত সরলরেখা ।