ঘুম শেষ, তুমি এসে দাঁড়িয়েছ দ্বারে,
আমি শালা ভক্ষকের জাত
নিজেকে চিনছি হাড়ে হাড়ে।
তুমি রেঁধে রেখেছ ভাত
স্বল্প চালের। বলেছ 'একসাথে খাই?'
আমার পেট ভরে গেছে,তবু আমার সবটাই চাই।
উচ্ছিষ্ট খেয়ে তুমি ফের শয্যায়
মগ্ন হয়েছ ঘুমে ।
তোমার ডানায় অতলান্ত সাগর আমি ক্লান্ত ঢেউ গুনে গুনে।
ছিনিয়ে নিয়েছি পাখির জন্ম তাই
তোমার শরীর থেকে,
আমি শালা ভক্ষকের জাত জল খসাচ্ছি ডিম দেখে দেখে।